মালামাল সরাতে আরো দুই দিন সময় পেল বিজিএমইএ

  23-04-2019 02:25PM


পিএনএস ডেস্ক: রাজধানীর কারওয়ান বাজার সংলগ্ন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ভবন থেকে মালামাল সরাতে ফের দুই দিন সময় পেল বিজিএমইএ। আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার মধ্যে ওই ভবন থেকে সব জিনিসপত্র সরিয়ে নিতে বলেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) হাতিরঝিল প্রকল্প পরিচালক এ এস এম রায়হানুল ফেরদৌস।

এর আগে ১২ এপ্রিলের মধ্যে বিজিএমইএ ভবন থেকে মালামাল সরিয়ে নিতে সময় দিয়েছিলেন আদালত। এরই পরিপ্রেক্ষিতে সময় পার হওয়ার পর নির্দেশনা বাস্তবায়নে ১৬ এপ্রিল মাঠে নামে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সেই দিন ভবনটির মালামাল সরিয়ে নিতে সময় এবং সুযোগ দেওয়ার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভবনটি সিলগালা করে দেয় রাজউক।

এরপর গত ১৮ এপ্রিল বিজিএমইএ ভবনের তালা খুলে মালপত্র সরিয়ে নেয়ার জন্য পুনরায় সময় দেওয়া হয়েছিল। সে সময়েও পুরোপুরি মালামাল সরিয়ে নিতে না পারায় ফের দুই দিন সময় দিল রাজউক।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন