আজ শরবত পান করলেন না ওয়াসার প্রকৌশলী, তবে....

  23-04-2019 03:08PM

পিএনএস ডেস্ক : আজ শরবত পান করবেন না, জুরাইন এলাকার পাইপ লাইন দ্রুত ঠিক করে শরবত পান করবেন বলে জানিয়েছেন ওয়াসার প্রকৌশলী ও কে এম সহিদ উদ্দিন।

মঙ্গলবার ঢাকা ওয়াসার সরবরাহ করা পানি দিয়ে এমডিকে জুরাইনবাসী শরবত বানিয়ে পান করাতে গেলে তার পক্ষে প্রকৌশলী সহিদ উদ্দিন এ কথা বলেন।

এর আগে বেলা ১১টার দিকে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানকে ওয়াসার ‘সুপেয় পানি’ দিয়ে শরবত খাওয়াতে কারওয়ান বাজারে ওয়াসা ভবনের সামনে হাজির হন জুরাইন এলাকার বাসিন্দারা। এ সময় তাদের সঙ্গে ঢাকা ওয়াসার পানি, চিনির প্যাকেট ও লেবু ছিল।

এই উদ্যোগের নেতৃত্বে দেন রাজধানীর জুরাইন এলাকার বাসিন্দা মো. মিজানুর রহমান। দুপুরের দিকে তাদের সঙ্গে কথা বলেন ওয়াসার প্রকৌশলী ও কে এম সহিদ উদ্দিন।

এ সময় সহিদ উদ্দিন বলেন, পাইপ লাইনের ত্রুটির কারণে ওয়াসার পানি দূষিত হয়ে থাকতে পারে, তবে ওয়াসার পানি সুপেয়।

ঢাকা ওয়াসার পানি শতভাগ সুপেয়' গত ২০ এপ্রিল সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের এমন মন্তব্যের প্রতিবাদ জানান পুরান ঢাকার জুরাইনবাসী। একইসঙ্গে তারা গতকাল সোমবার ওয়াসার পানির শরবত বানিয়ে এমডিকে আজ মঙ্গলবার খাওয়ানোর কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন