দেশের বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি

  15-05-2019 01:05AM

পিএনএস ডেস্ক:পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যার পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। সেই সঙ্গে বিভিন্ন স্থানে ধূলিঝড়, দমকা থেকে ঝড়ো হাওয়া ও কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাত হয়। এই বৃষ্টিপাত অন্তত আরো দু’দিন চলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল বিভোবের দু’এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রবৃষ্টি অথবা শিলাবৃষ্টিও হতে পারে।

অন্যদিকে, খুলনা ও যশোর অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

এর আগে ফণীর প্রভাবে রাজধানীতে সর্বশেষ গত ৪ মে বৃষ্টি হয়েছিল। পরে সোমবার রাতে সারাদেশেই মোটামুটি বৃষ্টিপাত হয়। তাপদাহের মধ্যে চলে আসা রমজান মাসে গরমের তীব্রতা বাড়ায় ঢাকা নগরবাসীর মধ্যে দেখা যায় চরম অস্বস্তি। টানা দু’দিনের বৃষ্টিতে অবসান হলো তাপদাহের।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন