তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে লেখক ইমতিয়াজ মাহমুদ আটক

  15-05-2019 03:20PM


পিএনএস ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় লেখক ও আইনজীবী ইমতিয়াজ মাহমুদকে আটক করেছে পুলিশ। তার ভাই পারভেজ মাহমুদ বিবিসিকে জানিয়েছেন, বুধবার বেলা এগারটার দিকে নিজের পেশাগত কাজে আদালতে যাচ্ছিলেন পারভেজ মাহমুদ। খবর বিবিসির।

‘যাওয়ার পথে বনানী থানা থেকে ফোন দিয়ে তাকে থানায় যেতে বলা হয়। এরপর তাকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ।’

মাহমুদের একজন আইনজীবী জানান, আজ বিকেলে এ মামলার শুনানি হতে পারে। পারভেজ মাহমুদ বলেন, তার ভাইকে কেনো আটক করা হয়েছে সেটি এখনো তারা জানেন না।

‘তবে ধারণা করছি দু'বছর আগে খাগড়াছড়িতে যে মামলা হয়েছিলো তথ্য প্রযুক্তি আইনে, সে মামলাতেই তাকে আবার আটক করা হয়েছে।’

তিনি জানান, ২০১৭ সালের ওই মামলায় ইমতিয়াজ মাহমুদ জামিনে ছিলেন।

যদিও বনানি থানা পুলিশ বলছে, ইমতিয়াজ মাহমুদের নামে একটি গ্রেফতারি পরোয়ানা ছিলো এবং সে কারণেই তাকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন