ট্রেনের অগ্রিম টিকিটের জন্য কমলাপুরে রাত জেগে অপেক্ষা

  22-05-2019 09:12AM

পিএনএস ডেস্ক: ঈদে বাড়ি ফেরার টিকিট যেন সোনার হরিণ। বিশেষ করে ট্রেনের টিকিট যেন আরো দুস্প্রাপ্য। তাই কমলাপুরে ট্রেনের অগ্রিম টিকিটের জন্য আগের রাত থেকেই অপেক্ষায় আছেন অনেকে। বুধবার সকাল ৭টায় কমলাপুরে গিয়ে দেখা গেল কয়েক হাজার টিকিট প্রত্যাশী লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। কোনো ফ্যানের ব্যবস্থা না থাকায় প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে।

এদিকে সকাল ৮ টায় টিকিট বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও কিছু জটিলতার কারণে আজ ৯টার আগে টিকিট বিক্রি শুরু করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন টিকিট বিক্রেতাদের একজন। উল্লেখ্য ঢাকার কমলাপুর থেকে দেশের পশ্চিমাঞ্চলের (ভায়া যমুনা সেতু) অগ্রিম টিকিট দেয়া হবে।

কমলাপুরে পুরুষদের জন্য ৬টি মহিলা ও প্রতিবন্ধীদের জন্য একটি কাউন্টার থেকে অগ্রিম টিকিট দেয়ার ব্যাবস্থা রাখা হয়েছে। এছাড়া বিশেষ পাসধারী ব্যক্তিদের জন্যও একটি কাউন্টার খোলা হয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন