রাজধানী থেকে অবৈধ যান অপসারণ হচ্ছে : ওবায়দুল কাদের

  19-06-2019 03:19PM


পিএনএস ডেস্ক: রাজধানী থে‌কে অবৈধধসব ছোট যান দু’মা‌সের ম‌ধ্যে অপসার‌ণের উদ্যো গ নেয়া হ‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের।

বুধবার দুপু‌রে ঢাকা দ‌ক্ষিণ সি‌টি ক‌র্পোরেশনের সভাক‌ক্ষে‌ আয়ো‌জিত ঢাকা প‌রিবহন সমন্বয় কতৃর্পক্ষ প‌রিচালনা পর্ষদ এর ১২তম সভায় সভাপ‌তির বক্ত‌ব্যে সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কা‌দের এসব কথা ব‌লেন।

তি‌নি ব‌লেন, পাশ্ববর্তী জেলাগু‌লো‌ থে‌কে যা‌তে ছোট যানগু‌লো প্র‌বেশ না ক‌রে সে ব্যবস্থা করা হ‌চ্ছে।

মন্ত্রী ব‌লেন, রাজধানীর প্রধান স‌ড়‌কে যেসব স্থা‌নে অবৈলধ পা‌র্কিং করা হয় সেসব স্থান মুক্ত করা হ‌বে। আগামী দ ‘মা‌সের ম‌ধ্যে আমরা বিদ্যমান সমস্যাগু‌লো সমাধা‌নের চেষ্টা কর‌বো।

যানজটসহ রাজধানীর অন্যান্য সমস্যাগু‌লো সমাধা‌নের জন্য ঢাকা দ‌ক্ষিণ সি‌টি ক‌র্পোরেশ‌নের মেয়র সাঈদ খোকন‌কে প্রধান ক‌রে ক‌মি‌টি করা হ‌য়ে‌ছে। একইভা‌বে নারায়নগ‌ঞ্জেও ‌ক‌মি‌টি করা হ‌বে।

আমরা ম‌নে ক‌রি সং‌শ্লিষ্ট কর্তৃপক্ষ আন্ত‌রিক হ‌লে সমস্যাগু‌লো সমাধান সম্ভব।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন