প্রবাসী কল্যাণ ব্যাংকে নিয়োগ

  19-06-2019 05:06PM

পিএনএস ডেস্ক : প্রবাসী কল্যাণ ব্যাংক বিভিন্ন পদে ১৫৪ জনকে নিয়োগ দেবে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ-সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

যেসব পদে নিয়োগ
১. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এসপিও-সমমান)
পদসংখ্যা: ৩০
বেতন স্কেল: ৪৩ হাজার থেকে ৬৯ হাজার ৮৫০ টাকা
যোগ্যতা: চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অথবা আইসিএমএ সার্টিফিকেটসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ১ মে পর্যন্ত সর্বোচ্চ ৪৫ বছর।

২. পদের নাম: প্রিন্সিপাল এক্সিকিউটিভ অফিসার (পিও-সমমান)
পদসংখ্যা: ৫৯
বেতন স্কেল: ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ টাকা
যোগ্যতা: চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অথবা আইসিএমএ সার্টিফিকেটসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ১ মে পর্যন্ত সর্বোচ্চ ৪০ বছর।

৩. পদের নাম: প্রোগ্রামার (পিও-সমমান)
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ টাকা
যোগ্যতা: শিক্ষাজীবনে কমপক্ষে দুটি প্রথম বিভাগ/শ্রেণিসহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। প্রোগ্রামিং, সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন, ডেটাবেইস অ্যাডমিনিস্ট্রেশন, ওয়েব ডেভেলপার, নেটওয়ার্কিং ও হার্ডওয়্যার এবং গ্রাফিকস ডিজাইনে স্পেশালাইজেশন। স্বীকৃত কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্যপদ থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য হবে না। বয়স ১ মে পর্যন্ত সর্বোচ্চ ৪০ বছর।

৪. পদের নাম: সহকারী প্রোগ্রামার (এসও-সমমান)
পদসংখ্যা: ২
বেতন স্কেল: ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর/সমমানের ডিগ্রি বা চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রি। স্বীকৃত পেশাদার কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্যপদ থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য হবে না। বয়স ১ মে পর্যন্ত ৩০ বছর তবে কোটার ক্ষেত্রে ৩২ বছর।

৫. পদের নাম: এক্সিকিউটিভ অফিসার-সাধারণ (অফিসার-সমমান)
পদসংখ্যা: ৩৩
বেতন স্কেল: ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর/সমমানের ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য হবে না। বয়স ১ মে পর্যন্ত ৩০ বছর তবে কোটার ক্ষেত্রে ৩২ বছর।

৬. পদের নাম: এক্সিকিউটিভ অফিসার-ক্যাশ (অফিসার-সমমান)
পদসংখ্যা: ২৯
বেতন স্কেল: ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি। বয়স ১ মে পর্যন্ত ৩০ বছর তবে কোটার ক্ষেত্রে ৩২ বছর।
আবেদনের নিয়ম ক্রমিক নম্বর ১ ও ২ পদের প্রার্থীদের ২৭ জুনের মধ্যে স্বহস্তে লিখিত আবেদন, ১ কপি জীবনবৃত্তান্ত, সব পরীক্ষার এবং সংশ্লিষ্ট অভিজ্ঞতার সনদের সত্যায়িত ফটোকপি, ৩ কপি পাসপোর্টে আকারের রঙিন ছবি ‘মহাব্যবস্থাপক ও সদস্যসচিব, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়’ বরাবর সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে।
৩ থেকে ৬ নম্বর পদের প্রার্থীদের ২০ জুনের মধ্যে অনলাইনে www.erecruitment.bb.org.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন