‘মেয়েদের মেয়ে শিক্ষকের কাছে পড়ালে নারীঘটিত অপরাধ কমে যাবে’

  25-06-2019 11:47AM


পিএনএস ডেস্ক: হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহামদ শফী বলেছেন, স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পুরুষ ও নারীদের আলাদাভাবে শিক্ষা ব্যবস্থার পাশাপাশি মেয়ে শিক্ষার্থীরা মেয়ে শিক্ষকের কাছে পড়াশোনা করলে নারী ঘঠিত অপরাধ কমে আসবে। সোমবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দাশেরগাঁও জামিয়াতুন নূর আল ইসলামিয়া মাদ্রাসার নতুন ভবন উদ্ধোধনকালে তিনি এ কথা বলেন।

আল্লামা শফী বলেন, ছেলে হোক আর মেয়ে হোক। সন্তান আল্লাহর দান। অন্তত একটি সন্তানকে আল্লাহর রাস্তায় কোরআন হাদিসের আলোকে শিক্ষিত করে তুলতে হবে।

এসময় উপস্থিত ছিলেন জামিয়াতুন নূর আল ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিল্পপতি মো. হারুন অর রশিদ, বন্দর থানার ওসি মো. রফিকুল ইসলাম, সমাজ সেবক গোলজার মেম্বারসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসা শিক্ষক শিক্ষার্থীরা।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন