রাষ্ট্রপতির সঙ্গে ফান্সের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

  18-07-2019 12:31AM

পিএনএস ডেস্ক :বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মারি-এনিক বুর্দিন বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।

রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদিন জানান, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত চমৎকার এবং এই সম্পর্ক দিন দিন সম্প্রসারিত হচ্ছে।”

বাংলাদেশে সফলভাবে কার্যমেয়াদ সম্পন্ন করার জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি বলেন, “বাংলাদেশ ও ফ্রান্সের জনগণের মধ্যে সংযোগ দিনে দিনে বৃদ্ধি পেয়েছে।”

রাষ্ট্রপতি দুদেশের মধ্যে সম্পর্ক আগামী দিনগুলোতে আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।

তিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম ইউরোপীয় দেশগুলোর অন্যতম হিসেবে বাংলাদেশকে ফ্রান্সের স্বীকৃতি দেওয়ার কথা কৃতজ্ঞতা ভরে স্মরণ করেন।

রাষ্ট্রপতি ও বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বুর্দিন বলেন, ফ্রান্স সবসময় বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আন্তরিক।

রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ও ফরাসি দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন