বুড়িগঙ্গা তীরের আরও ৬১ অবৈধ স্থাপনা উচ্ছেদ

  18-07-2019 03:05PM

পিএনএস ডেস্ক : রাজধানীর বুড়িগঙ্গার তীরের আরো ৬১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডাব্লিউটিএ। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বিআইডাব্লিউটিএ'র যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

আরিফ উদ্দিন জানান, গতকাল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে ৬১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযান চালানো হয় হাসনাবাদ থেকে দলেশ্বর হয়ে পানগাঁও পর্যন্ত নদীর দক্ষিণ পাশে। এ সময় একটি দোতলা, ছয়টি একতলা, ২৩টি আধা পাকা এবং ৩১টি টিনের স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানকালে সাড়ে তিন একর জায়গা অবমুক্ত করা হয় এবং দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয় বলে আরিফ উদ্দিন জানান।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন