বাংলাদেশে ডেঙ্গুর অবস্থা উদ্বেগজনক: ডব্লিউএইচও

  20-07-2019 06:16PM

পিএনএস ডেস্ক: রাজধানীতে দিনদিন বাড়ছে ডেঙ্গু রোগের প্রকোপ। ইতোমধ্যে বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে এই রোগের। হাসপাতালে ভর্তি কয়েক হাজার রোগী। বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে- বাংলাদেশে ডেঙ্গুর অবস্থা উদ্বেগজনক

জাতিসংঘের এই সংস্থার প্রতিনিধি দল শনিবার (২০ জুলাই) বনানীতে ডিএসসিসি মেয়র সাঈদ খোকনের বাসভবনে বৈঠকে শেষে এমনটাই জানায়। পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশে ডব্লিউএইচও’র ভারপ্রাপ্ত প্রতিনিধি ড. এডউইন স্যানিজা স্যালভেদর।

বৈঠক শেষে সাংবাদিকদের ড. এডউইন বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা সিটি করপোরেশন, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অন্যান্য সরকারি সংস্থাগুলোর সঙ্গে কাজ করতে চাই। তারই অংশ হিসেবে আজ মেয়রের সঙ্গে বৈঠক করেছি আমরা। কীভাবে আমরা একসঙ্গে কাজ করে সমস্যার সমাধান করতে পারি, তা নিয়ে আলোচনা করেছি।’

তিনি আরও বলেন, ‘যেখানে সমস্যা আছে, তার সমাধান বের করতেই কাজ করবো আমরা। এডিস মশা বাংলাদেশে নতুন আসেনি, অনেক আগে থেকেই ছিল। এই সমস্যা মোকাবিলায় সঠিক পরিকল্পনা দরকার। আশেপাশের দেশগুলো এবং আগের বছরের অবস্থা তুলনা করলে দেখা যাবে সার্বিক পরিস্থিতি বেশ জটিল। তবে মহামারী বা আতঙ্কিত হওয়ার মতো কিছু না।’

মেয়র সাঈদ খোকন বলেন, ‘বিশ্বস্বাস্থ্য সংস্থাকে আমরা সুনির্দিষ্ট কিছু পয়েন্ট দিয়েছি। যেমন আমাদের ওষুধ কার্যকর কিনা তারা পরীক্ষা করে দেখবে, ওষুধে পরিবর্তন দরকার কিনা, দরকার হলে তা কেমন হবে কিংবা নতুন ওষুধ দরকার কিনা−তা পরীক্ষা করে দ্রুত জানাবে।’

ডেঙ্গু পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আছে জানিয়ে তিনি বলেন, ‘বিগত কয়েক বছরের তুলনায় এবার ডেঙ্গুর প্রকোপ অনেক বেশি। তবুও আমাদের আশেপাশের অনেক দেশের তুলনায় আমরা ভালো অবস্থানে আছি। পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আছে। আর এটিকে নিয়ন্ত্রণে রাখতে হলে জনসচেতনতার কোনও বিকল্প নেই।’

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন