বনানীতে বহুতল ভবনে আগুন, ভেতরে আটকা পড়েছেন বহু লোক

  21-07-2019 01:21PM

পিএনএস ডেস্ক :রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনের বেজমেন্টে আগুন লেগেছে। এতে ভবনটির ভেতরে আটকা পড়েছেন অনেক লোক।

রবিবার (২১ জুলাই) দুপুর ১২টার দিকে শরিফ প্লাজায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন লাগার পরপরই ভেতরে আটকা পড়া লোকদের অনেকে জীবন বাঁচাতে সহায়তা চাইছেন। ভেতর থেকে চিৎকার আর আর্তনাদের আওয়ার আসছে। খবর পেয়ে ফায়ার সার্ভির কর্মীরা ঘটনাস্থলের দিকে যাচ্ছেন।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার লিমা খানম ব্রেকিংনিউজকে বলেছেন, ‘দুপুর ১২টা ২৩ মিনিটের দিকে বনানীর শরিফ প্লাজায় আগুন লাগে। আগুন লাগার ঘটনা জানতে পেরে আমরা ৪টি ইউনিট ঘটনাস্থলে পাঠাই। একটি ইউনিট পৌঁছে ১২টা ৩২ মিনিটে জানতে পারে আগুন নিভে গেছে।’

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি বলেরও জানান তিনি।

চলতি বছরের ২৮ মার্চ দুপুর ১টার দিকে বনানীর বহুতল এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে ২৫ জন নিহত হন। এতে আহত হন আরও অন্তত ৭০ জন। এর আগে গেল ২০ ফেব্রুয়ারি মধ্যরাতে রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৭৮ জনের প্রাণহানি হয়। আহত হন শত শত লোক।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন