ঈদে বিএসএমএমইউর ডেঙ্গু সেলে চিকিৎসা সেবা স্বাভাবিক থাকবে

  12-08-2019 10:30AM

পিএনএস ডেস্ক :সরকারি ছুটি সত্ত্বেও পবিত্র ঈদুল আজহার দিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডেঙ্গু সেলে চিকিৎসা সেবা অব্যাহত থাকছে। ঈদের পরের দিন অর্থাৎ আগামী মঙ্গলবার থেকে বর্হিবিভাগও খোলা থাকবে। কালের কণ্ঠ

এ ছাড়া আগামী বৃহস্পতিবার (১৫ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিএসএমএমইউ’র বর্হিবিভাগে সকাল ৯টা থেকে বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবেন।

আজ রবিবার বিএসএমএমইউর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, ঈদুল আজহার ছুটিকালীন সময়ে যাতে চিকিৎসা সেবা কার্যক্রম ব্যাহত না হয় সেজন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ইতোমধ্যেই প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন