জাতির পিতার সোনার বাংলার স্বপ্ন পূরণ আমাদের দায়িত্ব: প্রধান বিচারপতি

  15-08-2019 01:40PM

পিএনএস ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, জাতির পিতা যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন আমাদের দায়িত্ব হবে সে লক্ষে কাজ করে তার স্বপ্ন পূরণ করা। তাহলেই তার বিদেহী আত্মা শান্তি পাবে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সুপ্রিম কোর্টে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, শোকাবহ ১৫ আগস্ট ইতিহাসের বেদনাবিধুর ও বিভীষিকাময় এক দিন। স্বাধীন বাংলাদেশের স্থপতি ১৯৭৫ সালের এ দিনে পরিবারসহ নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। এটি ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অশ্রুভেজা কলঙ্কময় রাত।

পরে প্রধান বিচারপতি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন। সহযোগিতা করে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্বদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ।

এ সময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি ও কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন