জাতীয় শোক দিবসে তসলিমা নাসরিন ভারতের পতাকা উড়ালেন!

  15-08-2019 02:30PM

পিএনএস ডেস্ক: পুরো জাতি যখন বেদনাহত হৃদয়ে স্বাধীনতার স্থপতিকে হারানোর দিনটিকে জাতীয় শোক দিবস পালন করছে, ওইদিনই সকালে বিতর্কিত ও নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন ফেসবুকে হাসি মুখে ভারতীয় জাতীয় পতাকা হাতে নিজের চারটি ছবি পোস্ট করলেন। ছবির সঙ্গে স্ট্যাটাসও লিখেছেন কয়েক লাইন। হাসি মুখের ছবিগুলোর মতোই তার ওই স্ট্যাটাসে শোকের ছায়া পড়েনি। জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হারানোর এই দিনে শেখ মুজিবর রহমানের নাম স্মরণ করার প্রয়োজন মনে করেননি বিতর্কিত এই নারীবাদী লেখিকা।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নিজের ফেসবুক পেইজ ছবির সঙ্গে দেওয়া স্ট্যাটাসে তসলিমা নাসরিন লিখেছেন-

‘১৬ই ডিসেম্বর এলে ছোটবেলায় বাড়ির ছাদে পতাকা ওড়াতাম। পাকিস্তানি শাসকের অত্যাচার থেকে স্বাধীনতা পাওয়ার পতাকা। সে পতাকা ছিল সবুজ, সবুজের ভেতর লাল সূর্য।

আজ ১৫ অগস্ট সকালে বাড়ির ছাদে পতাকা ওড়ালাম। ব্রিটিশের অত্যাচার থেকে স্বাধীনতা পাওয়ার পতাকা।

আমরা কি স্বাধীনতার মূল্য বুঝি? অধিকাংশই তো বুঝিনা। আমাদের দিশি শাসকেরা সেই শাসকদেরই অনুকরণ করেন, যাদের বিরুদ্ধে আমরা একসময় যুদ্ধ করেছিলাম।

তারপরও স্বাধীনতার পতাকা ওড়াও। শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে যে যার ঝাণ্ডা ওড়াও।’

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন