৪৮ হাজার ছাড়ালো ডেঙ্গু রোগী

  15-08-2019 04:46PM

পিএনএস ডেস্ক:দিনদিন বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা। এরমধ্যে রাজধানীসহ সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৮ হাজার ছাড়িয়েছে।

চলতি বছরের গেল ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার (১৫ আগস্ট) পর্যন্ত রোগীর সংখ্যা ৪৮ হাজার ২২০ জন। আক্রান্তদের মধ্যে চলতি মাসে সর্বাধিক ২৯ হাজার ৮১৯ জন আক্রান্ত হন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে এসব তথ্য জানা গেছে।

হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ হাজার ৬৭০ জন। সরকারি হিসাবে মৃতের সংখ্যা ৪০ জন বলা হলেও বেসরকারি হিসাবে সংখ্যা আরও বেশি।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯২৯ জন। তাদের মধ্যে ঢাকা শহরে মোট (সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে) ভর্তি হয়েছেন ৮১১ জন। ঢাকার বাইরে বিভিন্ন বিভাগের হাসপাতালে ভর্তি ১ হাজার ১১৮ জন। বর্তমানে সারাদেশে ভর্তি রয়েছেন ৭ হাজার ৫৭০ জন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন