বঙ্গবন্ধুকে স্মরণ : বৃটিশ দূতের আবেগঘন টুইট বার্তা, ঐতিহাসিক ছবি শেয়ার

  15-08-2019 09:43PM

পিএনএস ডেস্ক : বাংলাদেশ ও বিশ্বের ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাধারণ ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন ঢাকায় নিযুক্ত বৃটিশ হাইকমিশনার রবার্ট সি ডিকসন।

এক আবেগঘন টুইটে তিনি লিখেন- ‘তাঁর ৪৪তম দুঃখজনক হত্যাকাণ্ডের দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে বাংলাদেশ ও বিশ্বের ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাধারণ ভূমিকার কথা স্মরণ করি।’ বৃটিশ দূত তার টুইট বার্তার সঙ্গে একটি ঐতিহাসিক ছবিও শেয়ার করেছেন।

ছবিটি বঙ্গবন্ধুর বৃটেন সফরকালে ১০ ডাউনিং স্ট্রিটে তৎকালীণ বৃটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথের সঙ্গে সাক্ষাতের। উল্লেখ্য, দেশবাসীর মত কূটনৈতিক অঙ্গনেও যে যার মত করে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকীতে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে। বিদেশে থাকা বাংলাদেশের সব মিশনে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন