বাংলাদেশ-ভারত গ্যাস গ্রিড প্রতিষ্ঠার প্রস্তাব

  21-08-2019 10:00AM


পিএনএস ডেস্ক: জ্বালানি খাতে সহযোগিতার জন্য বাংলাদেশ, ভারত ও নেপালের মধ্যে ত্রিপক্ষীয় সমঝোতার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়া ভারত বাংলাদেশের সঙ্গে গ্যাস গ্রিড লাইন চালু করতে চায় বলে জানিয়েছে। গতকাল বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের পর বিকেলে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, জ্বালানি খাতে সহযোগিতার জন্য বাংলাদেশ, ভারত ও নেপালের মধ্যে ত্রিপক্ষীয় সমঝোতার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। ভারত এ ক্ষেত্রে সম্মত আছে। ভারত বাংলাদেশের সঙ্গে গ্যাস গ্রিড লাইন চালু করতে চায়।

বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের পর বিকেলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইটলস (জাতিসংঘের সমুদ্রবিষয়ক ট্রাইব্যুনাল) রায় দিয়েছিল। কিন্তু তার পরও কন্টিনেন্টাল শেলফ নিয়ে ছোটখাটো সমস্যা আছে। সেটি নিয়ে আমরা আলাপ করেছি এবং মোটামুটি আলোচনা হয়েছে আমরা এটি সমাধান করব।’

এছাড়া বাংলাদেশ ও ভারত পরস্পরের কন্টিনেন্টাল শেলফের (মহীসোপান) দাবি নিয়ে যে আপত্তি জানিয়েছিল তা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন