ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু ঢামেকে

  22-08-2019 12:32PM


পিএনএস ডেস্ক: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। মৃত ওই ব্যক্তির নাম গিয়াস উদ্দিন (৪০)। আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে ঢামেকের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।

মৃত গিয়াসের মামা মো. নবী উল্লাহ জানান, তার বাড়ি চাঁদপুর সদর উপজেলায়। এলাকায় ইট পাথরের ব্যবসা করতেন তিনি। গত দুদিন ধরে জ্বরে ভুগছিলেন গিয়াস। পরে তাঁর রক্ত পরীক্ষা-নিরীক্ষা করা হলে ডেঙ্গু ধরা পড়ে। গতকাল বুধবার (২১ আগস্ট) দিবাগত রাতে তাকে চাঁদপুর থেকে ঢামেকে ভর্তি করা হয়। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর সাড়ে ৬টার দিকে মারা যান গিয়াস।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, হাসপাতালে গিয়াস উদ্দিন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার জ্বরসহ আরো কিছু সমস্যা ছিল। ডেঙ্গুতেই তিনি মারা গেছেন কিনা- তা নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে প্রয়োজনীয় নমুনা।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন