ভাষাসৈনিক এমএ গফুর আর নেই

  23-08-2019 08:31PM

পিএনএস ডেস্ক : ভাষাসৈনিক, চিকিৎসক ও সমাজকর্মী ডা. এম এ গফুর মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। শুক্রবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। শুক্রবার বাদ জুমা চাঁদপুর পৌর ঈদগাহ মাঠে মরহুমের জানাজা শেষে পৌর গোরস্তানে তাকে দাফন করা হয়।

ডা. এম এ গফুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যায়নকালে ১৯৫২ সালে ভাষা আন্দোলনে নেতৃত্বদানকারীদের মধ্যে একজন ছিলেন। দেশের স্বাধীনতার সংগ্রামসহ বিভিন্ন আন্দোলনে দক্ষ সংগঠক তিনি। তবে অনেকটা প্রচারবিমুখ ছিলেন। চিকিৎসা শাস্ত্রে মেডিসিন ও রেডিওগ্রাফিতে দেশ-বিদেশে পড়াশোনা শেষে চাঁদপুরেই আমৃত্যু মানবসেবায় নিয়োজিত ছিলেন তিনি।

চাঁদপুর ডায়াবেটিস হাসপাতাল, বিএনএসবি মাজহারুল হক চক্ষু হাসপাতালসহ বহু প্রতিষ্ঠান ও সংগঠন প্রতিষ্ঠা করেন তিনি।

মৃত্যুকালে ডা. এম এ গফুর দুই ছেলে এবং মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালসহসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন