নতুন ডেঙ্গু রোগী ১৪৪৬

  24-08-2019 02:51AM

পিএনএস ডেস্ক:দিনদিন ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়েই যাচ্ছে। কোন মতে কমছে না এর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে নতুন করে ১৪৪৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে। তারা বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকায় ৬৮৯ ও বাইরে ৭৫৭ জন।

শুক্রবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য নিশ্চিত করেছেন।

অধিদফতর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে ২৩ আগস্ট পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তির সংখ্যা ৬১ হাজার ৩৮ জনে গড়িয়েছে। এ পর্যন্ত হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ৫৪ হাজার ৯৫৬ জন। বর্তমানে ভর্তি রয়েছেন ৬ হাজার ৩৫ জন।

তাদের মধ্যে সরকারি-বেসরকারি মিলিয়ে রাজধানীতে ৪১টি হাসপাতালে ৩ হাজার ৪১১ জন ভর্তি রয়েছেন। আর বাইরে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ২ হাজার ৬২৪ জন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ৪৭ জনের মৃত্যু সরকারিভাবে নিশ্চিত করলেও গণমাধ্যমের তথ্যমতে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে।


পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন