‘ডেঙ্গু প্রতিরোধে মাস্টারপ্ল্যান হচ্ছে’

  25-08-2019 06:31PM

পিএনএস ডেস্ক : প্রাণঘাতী ডেঙ্গু প্রতিরোধে বছর জুড়েই কার্যকর পদক্ষেপ নিতে মাস্টারপ্ল্যান করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। রবিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এ কথা বলেন তিনি।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সমন্বিত প্রচেষ্টা আর সচেতনতার কারণে ডেঙ্গু পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। আক্রান্তের হারও কমেছে।

তিনি আরও বলেন, আগামীতে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে মাষ্টার প্লান তৈরির জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন