ডিএনসিসির ২৫৮ বাড়িতে মিললো এডিস মশার লার্ভা

  25-08-2019 07:46PM

পিএনএস ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৬টি ওয়ার্ডের ২৫৮টি বাড়িতে এডিস মশার লার্ভা মিলেছে। এছাড়া ৩ হাজার ১২৩টি বাড়িতে এডিস মশার প্রজনন সহায়ক পরিবেশ পেয়েছেন ডিএনসিসির কর্মকর্তারা।

রোববার (২৫ আগস্ট) ১ থেকে ৩৬ নং ওয়ার্ড একযোগে শুরু হওয়া চিরুনি অভিযানে এসব চিত্র উঠে আসে।

অভিযানে ৩ হাজার ৭৩৬টি বাড়ি ও প্রতিষ্ঠান পরিদর্শন করেন ডিএনসিসির জনসংযোগ শাখা। এর মধ্যে ২৫৮টি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এছাড়া ৩ হাজার ১২৩টি বাড়ি ও স্থাপনা থেকে এডিস মশা বংশবিস্তারের অনুকূল পরিবেশ ধ্বংস করা হয়।



যেই বাড়িতে লার্ভা পাওয়া গেছে সে বাড়ির সামনে ‘এ বাড়ি/প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গিয়াছে’ এমন লেখা সম্বলিত স্টিকার লাগানো হয়।

ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে গুলশানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এডিস মশার লার্ভা পাওয়ায় ৪৪ নম্বর গুলশান এভিনিউর জি এস কনস্ট্রাকশন কোম্পানিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন