সিঙ্গাপুর মডেলে এগোতে চায় বাংলাদেশ

  26-08-2019 01:45AM

পিএনএস ডেস্ক : ‘ইজ অফ ডুয়িং বিজনেস’ তথা সহজে ব্যবসা-বাণিজ্য করার ক্ষেত্রে বিশ্বে সিঙ্গাপুরকে মডেল বলে মনে করা হয়। আর বাংলাদেশও সেভাবেই এগোতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম।

আজ রাজধানীর একটি হোটেলে দিনব্যাপী অনুষ্ঠানের ‘ব্রিফিং অ্যান্ড প্রেজেন্টেশন ফর সিঙ্গাপুর বিজনেস ডেলিগেশন’ বিষয়ক সেমিনারে এ কথা বলেন বিডা প্রধান। এ সময় সিঙ্গাপুরের ব্যবসায়ী প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

আমিনুল ইসলাম বলেন, ‘গত দশ বছরে অবকাঠামো উন্নয়নসহ বাংলাদেশের অনেক পরিবর্তন হয়েছে। এনার্জি, কমিউনিকেশন, লজিস্টিক, ইকোনোমিক জোনন্স ডেভলপমেন্ট, রিয়েল এস্টেট, আইসিটি প্রতিটি ক্ষেত্রে আমরা উন্নয়ন করেছি। বাংলাদেশে ব্যবসার পরিবেশ প্রতিনিয়ত সহজ থেকে সহজতর হচ্ছে। বিশ্ব বাজারে শতভাগ রপ্তানির সুযোগসহ আমাদের রয়েছে বিশাল দেশীয় বাজার। বিশ্বে তৈরি পোশাক শিল্পে বাংলাদেশ ২য় অবস্থানে থাকলেও লাভের দিক দিয়ে চীনের থেকে বেশি। বর্তমানে বাংলাদেশে কর্পোরেট লাভ প্রায় ১৮ শতাংশ, যা বিশ্বের অন্যতম শীর্ষ।’

বিডার নির্বাহী চেয়ারম্যান আরও বলেন, ‘বর্তমানে আমাদের অসংখ্য তরুণ উদ্যোক্তা রয়েছে, যারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চায়। তাদের দরকার অর্থনৈতিক সহযোগিতা। তারা বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানের সাথে কাজ করতে আগ্রহী।’

অনুষ্ঠানে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, বিডার পরিচালক আরিফুল হকসহ অনেকে উপস্থিত ছিলেন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন