পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ৬ দিন পর লঞ্চ চলাচল শুরু

  10-10-2019 12:27PM


পিএনএস ডেস্ক: পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে তীব্র স্রোতের কারণে ৬ দিন লঞ্চ চলাচল বন্ধ থাকার পর আজ সকাল থেকে পুনরায় তা স্বাভাবিক হয়েছে। পদ্মায় ও প্রবল স্রোত ও পানির সৃষ্ট ঘূর্ণিপাকের কারণে ঝুঁকি নিয়ে চলাচলের সময় যেকোনো ধরনের দুর্ঘটার এড়াতে গত ছয় দিন আগে লঞ্চ চলাচল বন্ধ করে দেন বিআইডাব্লিউটিএর ঘাট কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার সকাল থেকে নদীর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে পুনরায় লঞ্চ সার্ভিস চালু হয়। যাত্রী পারাপারে গত ক'দিন লঞ্চ বন্ধ থাকার কারণে দক্ষিণ-পশ্চিামাঞ্চলের মানুষের চরম দুর্ভোগ পোহাতে হয়।

বিআইড্ব্লিউটিএ আরিচা কার্য়লয়ের নৌ-ট্রাফিকের সহকারী পরিচালক মো. ফরিদুল ইসলাম জানান, গত সাপ্তাহে পদ্মায় প্রবল স্রোত ও বিশেষ করে রাজবাড়ির দৌলতদিয়া ঘাটের কাছে পানিতে প্রবল ঘূর্ণিপাকের সৃষ্টি হয়। স্রোত ঠেলে লঞ্চ চলাচলে দুর্ঘটনার আশঙ্কা ছিল। যেকোনো সময় লঞ্চ ডুবে যাবার আশঙ্কা ছিল। তাই সম্ভব দুর্ঘটনা এড়াতে গত ছয় দিন আগে সম্পূর্ণভাবে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। আজ নদীর অবস্থা কিছু অনুকূলে আসায় পুনরায় লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন