‘পাগলা মিজানে’র বাসায় অভিযান, ৮ কোটি ৬০ লাখ টাকার চেক উদ্ধার

  11-10-2019 07:15PM

পিএনএস ডেস্ক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজানের বাসা থেকে ৮ কোটি ৬০ লাখ টাকার চেক, এক কোটি টাকার এফডিআরসহ অস্ত্র-গুলি উদ্ধার করেছে র‌্যাব।

এর আগে শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে মিজানকে নিয়ে তার লালমাটিয়ার কার্যালয়ে আসেন র‌্যাব সদস্যরা। কার্যালয়ের ভেতরে-বাইরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করে তার অফিসে তল্লাশি চালানো হয়। তবে, সেখানে কিছু পাওয়া যায়নি। এরপর তার বাসায় অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, তার বাসা থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, দুই লাখ টাকা নগদ উদ্ধার করা হয়েছে। এছাড়া শ্রীমঙ্গলে আটকের সময় তার কাছ থেকে ছয় কোটি ৭৭ লাখ টাকার চেক, এক কোটি টাকার এফডিআরসহ অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব জানিয়েছে, তিনি ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

হাবিবুর রহমান মিজান ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। অনেকে তাকে ‘পাগলা মিজান’ নামেও চেনেন। তার বিরুদ্ধে মোহাম্মদপুর এলাকায় জমি দখল, প্রভাব বিস্তারসহ নানা অভিযোগ রয়েছে। ঢাকায় ক্যাসিনোবিরোধী শুদ্ধি অভিযান শুরু হওয়ার পর থেকে তিনি পালিয়ে ছিলেন।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন