সৌদিতে ওমরাহ যাত্রী নিহত; পররাষ্ট্রমন্ত্রীর শোক

  18-10-2019 08:54AM



পিএনএস ডেস্ক: সৌদিতে বাস দুর্ঘটনায় ৩৫ জন ওমরাহ যাত্রী নিহতের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন শোক প্রকাশ করেছেন।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী ড. ইব্রাহিম বিন আব্দুল আজিজ আল আসফের কাছে পাঠানো এক শোকবার্তায় এ দুঃখ প্রকাশ করেন তিনি। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ৪ জন আহতের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এই দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান ড. মোমেন।

গত বুধবার (১৬ অক্টোবর) মদিনা থেকে ১৭০ কিলোমিটার দূরে আল আখাল এলাকার হিজরা রোডে ওই দুর্ঘটনা ঘটে। এতে ৩৫ জনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও চারজন। তারা সবাই ওমরাহ যাত্রী।

মদিনা পুলিশের এক মুখপাত্রের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়, নিহতরা সবাই সৌদি প্রবাসী। তারা আরব এবং এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক। ওমরাহ করতে সৌদিতে অবস্থান করছিলেন তারা।

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন