বসুন্ধরার একটি বাসা ঘিরে রেখেছে র‌্যাব

  19-10-2019 11:46PM



পিএনএস ডেস্ক: চলমান ক্যাসিনো বিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের এলিটফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের বিপরীত পাশের ৮নং সড়কের ৪০৪ নং ওই বাসায় অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব-১ এর একটি দল। ক্যাসিনোকাণ্ডে অভিযুক্ত ঢাকা উত্তর সিটির ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাজীব ওই বাসায় থাকতে পারে বলে জানিয়েছে র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১ এর এএসপি (মিডিয়া) কামরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান পরিচালনার জন্য বাসাটি ঘিরে রাখা হয়েছে। একটু পর ওই বাসায় প্রবেশ করা হবে। তবে ঠিক কাকে আটকের জন্য ওই বাসাটি ঘিরে রাখা হয়েছে র‌্যাব তা পরবর্তীতে জানানো হবে বলে জানান তিনি।

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন