র‌্যাবের স্থায়ী পার্বত্য ব্যাটালিয়নের জন্য ৬৭৭ জনবল অনুমোদন

  07-11-2019 06:41PM

পিএনএস ডেস্ক : পুলিশ অধিদফতরের আওতাধীন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সাংগঠনিক কাঠামোতে একটি স্থায়ী পার্বত্য ব্যাটালিয়নের (র‌্যাব-১৫) জন্য ৬৭৭ জন জনবল অনুমোদন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তাকে বুধবার মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব আজীজ হায়দার ভূইয়ার দেওয়া এক চিঠিতে জনবল অনুমোদনের কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়, 'নির্দেশিত হয়ে পুলিশ অধিদফতরের আওতাধীন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সাংগঠনিক কাঠামোতে একটি নতুন ব্যাটালিয়ন সংযোজনের জন্য একটি স্থায়ী পার্বত্য ব্যাটালিয়ন ইউনিট (র‌্যাব-১৫) স্থাপন পূর্বক উক্ত ব্যাটালিয়নের জন্য বিভিন্ন পদবীর মোট ৬৭৭টি পদ সৃজন, ৮৪টি যানবাহন এবং ১৫টি সরঞ্জামাদি (সিসিটিভি) টিওএন্ডই-তে অনুর্ভুক্তকরণে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করছি।'

যেসব পদের বিপরীতে ৬৭৭ জনবল অনুমোদন করা হয়েছে সেগুলো হচ্ছে- পরিচালক ১টি, উপপরিচালক ৬টি, সিনিয়র সহকারী পরিচালক ৩৫টি, আরএমও ১টি, উপ-সহকারী পরিচালক ৫৪টি, ধর্মীয় শিক্ষক ১টি, এসআই ১৩০টি, এএসআই ১৫২টি, হিসাব রক্ষক ১টি, ক্যাশিয়ার ১টি, নায়েক ৩৫টি, কনস্টেবল ২৩৬টি, কুক কনস্টেবল ২২টি ও মেস ওয়েটারের ২টি পদ।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন