‘বুলবুলে’র তাণ্ডব থেকে বাঁচবেন যেভাবে

  09-11-2019 12:12PM


পিএনএস ডেস্ক: বাংলাদেশের উপকূলের দিকে এগুতে থাকা ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এরই মধ্যে প্রবল আকার ধারণ করেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বর্তমানে এটি বাংলাদেশ উপকূলীয় অঞ্চল থেকে ৪৫৫ কিলোমিটার দূরে অবস্থান করছে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে ঝড়ো হাওয়ার আকারে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ১৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

শনিবার সন্ধ্যা থেকে মধ্যরাত্রির মধ্যে এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আঘাত হানতে পারে।
ঘূর্ণিঝড়ের আগে কী করবেন?

* কোনও গুজবে কান দেবেন না। শান্ত থাকুন।

* টিভি, রেডিও ও ওয়েব মাধ্যমে খবরাখবর নিন।

* মোবাইল ফোন চার্জ দিয়ে রাখুন।

* মূল্যবান জিনিস, নথিপত্র জলনিরোধক বাক্সে রাখুন।

* বাড়িতে শুকনো খাবার মজুত রাখুন। বাজার থেকে প্রয়োজনীয় সামগ্রী কিনে রাখুন।

* টর্চ, দেশলাই, মোমবাতি রাখুন।

* গৃহপালিত পশুদের সুরক্ষিত স্থানে রাখুন।

ঘূর্ণিঝড়ের সময় কী করবেন?

* ঝড়ের সময় বাড়িতে থাকুন। বাইরে থাকলে সুরক্ষিত স্থানে থাকুন।

* বাড়ির সমস্ত দরজা-জানলা বন্ধ রাখুন।

* রেডিও শুনুন।

* ক্ষতিগ্রস্ত বাড়িতে থাকলে, সেখান থেকে অন্যত্র সরে যান।

ঘূর্ণিঝড়ের সময় ঘরের বাইরে থাকলে কী করবেন?

* সুরক্ষিত স্থানে আশ্রয় নিন।

* বৈদ্যুতিক খুঁটি, বিদ্যুতের ছেঁড়া তার থেকে দূরে থাকুন।

এদিকে, আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন