আবরার হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয় ১১ জন

  13-11-2019 01:33PM

পিএনএস ডেস্ক: বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ড ২৫ জনকে আসামি করে মামলার চার্জশিট চূড়ান্ত করেছে পুলিশ। তাদের মধ্যে ১১ জন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সিটিটিসি পরিচালক মনিরুল ইসলাম বলেন, আবরারকে শিবির সন্দেহে হত্যা একক কারণ নয়। ভয়ের রাজত্ব কায়েম করাও আসামিদের উদ্দেশ্য ছিল। আসামিদের মধ্যে ৮ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সচেতন হলে এমন ঘটনা ঘটতো না বলেও জানান তিনি।

মনিরুল ইসলাম আরও বলেন, এমন ঘটনা সংশ্লিষ্টদের ব্যর্থতা। যেভাবে চার্জশিট প্রস্তুত করা হয়েছে তাতে সবার সাজা নিশ্চিত বলে আশা প্রকাশ করেন তিনি।

এজাহারভুক্তদের মধ্যে গ্রেফতার করা হয়েছে ১৬ জনকে। সব মিলিয়ে ২১ জন কারাগারে আছেন। চার্জশিটে বাদীসহ ৩২ জনকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে। সাক্ষীদের মধ্যে বুয়েটের শিক্ষক, শেরে-বাংলা হলের প্রভোস্ট, চিকিৎসক এবং নিরাপত্তাকর্মীও আছেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন