ইডেন টেস্ট দেখতে শেখ হাসিনাকে মোদির চিঠি

  14-11-2019 04:53PM

পিএনএস ডেস্ক : আগামী ২২ নভেম্বর কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে গড়াবে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট। ঐতিহাসিক সেই ম্যাচ দেখতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বুধবার রাতে শেখ হাসিনাকে এ চিঠি দেন মোদি। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আবদুল মোমেন এ তথ্য জানান।

এতে বলা হয়, টেস্ট শুরুর দিন সকালে কলকাতায় যাবেন শেখ হাসিনা। ইডেন গার্ডেন্সে প্রথম দিনের খেলায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। ওই দিনই সন্ধ্যায় চলে আসবেন প্রধানমন্ত্রী। সংক্ষিপ্ত এ সফরে ওই সময়ের মধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক করবেন তিনি।

এর আগে আসন্ন টেস্ট স্মরণীয় করে রাখতে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। ওই সময় জানা যায়, ইডেনের প্রথানুযায়ী-ঘণ্টা বাজিয়ে খেলার উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন