ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে যান চলাচল শুরু

  20-11-2019 03:38PM

পিএনএস ডেস্ক : ঢাকা থেকে দুই মহাসড়কে ফের যান চলাচল শুরু হয়েছে। আজ বুধবার বেলা ২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে অবস্থানরত পরিবহন শ্রমিকরা সরে গেলে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সকাল ৭টা থেকে সাইনবোর্ড এলাকায় অবস্থান নিয়ে ধর্মঘট করেছিলেন পরিবহন শ্রমিকরা। ফলে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেটসহ আশপাশের সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা বলে শান্তিপূর্ণভাবে তাদের অবরোধ তুলে দেওয়া হয়েছে। কোথাও কোনো ভাঙচুর বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দুটি মহাসড়ক সচল আছে। পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে।

এদিকে, যান চলাচল শুরু হলেও গণপরিবহনের ব্যাপক সংকট দেখা দিয়েছে। এতে হাজারো মানুষকে গণপরিবহনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। আবার যান চলাচল শুরু হওয়ার পর কিছু জায়গায় যানজটের সৃষ্টি হয়েছে বলেও খবর পাওয়া গেছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন