সিএফসির মহাপরিচালক পদে বাংলাদেশের জয়

  05-12-2019 01:36AM


পিএনএস ডেস্ক: জাতিসংঘের ফ্রেমওয়ার্কের আওতায় পরিচালিত আন্ত:রাষ্ট্রীয় ফিনান্সিয়াল ইনস্টিটিউট দ্য কমন ফান্ড ফর কমডিটিজ (সিএফসি)’র মহাপরিচালক পদে জয় পেয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের প্রার্থী নেদারল্যান্ডসে নিযুক্ত রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলাল ভোটে চূড়ান্তভাবে জয়ী হয়েছেন বলে নিশ্চিত করেছে দ্য হেগের বাংলাদেশ দূতাবাস।

জানা গেছে, ১০১ সদস্য রাষ্ট্রের ওই সংস্থায় মহাপরিচালক পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন। কয়েক রাউন্ড ভোটের ফাইনাল রাউন্ডে দু’জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে একজন প্রত্যাহার করে নিলে বাংলাদেশের প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়।

সিএফসির মহাপরিচালক পদে জয়ী হওয়ার ফলে রাষ্ট্রদূত বেলাল এখন লিয়েনে ছুটি নিয়ে সেখানে ৪ বছর কাজ করবেন।

পিএনএস/হাফিজ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন