ঘুষের লাখ টাকাসহ সিভিল অ্যাভিয়েশন কর্মকর্তা আটক

  06-12-2019 08:22PM

পিএনএস ডেস্ক : ঘুষের এক লাখ টাকাসহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল অ্যাভিয়েশন) এক কর্মকর্তাকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শুক্রবার সকালে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে আটক করা হয়।

তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের মামলা দায়েরের পর গ্রেপ্তার দেখানো হবে বলে জানায় দুদক। এর আগে ২ সেপ্টেম্বর ঘুষের দুই লাখ টাকাসহ নৌ পরিবহন অধিদপ্তরের শিপ সার্ভেয়ার মির্জা সাইফুর রহমানকে হাতেনাতে গ্রেপ্তার করেছিল দুদক।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বলেন, লাইসেন্স যাচাই করে বাণিজ্যিক পাইলট পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ করে দিতে ঘুষ দাবি করেন সিভিল অ্যাভিয়েশনের জুনিয়র লাইসেন্স ইন্সপেক্টর ও কনসালট্যান্ট এইচ এম রাশেদ সরকার। বিষয়টি জানতে পেরে দুদকের উপপরিচালক মাসুদুর রহমানের নেতৃত্বে একটি দল সেখানে ফাঁদ পাতে।

তিনি জানান, রাশেদ সরকার ঘুষ নেয়ার সময় এক লাখ টাকাসহ উত্তরার একটি রেস্টুরেন্ট থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে ‍দুদক কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখান থেকে রমনা থানা হেফাজতে রাখা হয়। তার বিরুদ্ধে দুদকে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১–এ মামলা দায়ের হবে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন