নয়াপল্টনে অতিরিক্ত পুলিশ মোতয়েন

  07-12-2019 01:50PM

পিএনএস ডেস্ক : রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মসূচিকে ঘিরে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) বেলা ১১টায় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগর ও জেলায় বিক্ষোভ কর্মসূচি রয়েছে বিএনপির অঙ্গসংগঠন যুবদলের।

যুবদলের কেন্দ্রীয় নেতা গিয়াসউদ্দিন মামুন বলেন, বিক্ষোভ কোন এলাকায় হবে তা এখনো ঠিক হয়নি।

এদিকে বিএনপির দলীয় কার্যালয়ের ভেতরে যৌথসভা শুরু হয়েছে। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভায় সভাপতিত্ব করছেন। সভা শেষে মহাসচিবের ব্রিফিং করার কথা রয়েছে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, আজ তাদের একটি কর্মসূচি রয়েছে। এজন্য অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষার্থে সেখানে পুলিশ সবসময় মোতায়েন থাকে, এখনও রয়েছে। কেউ যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করলে পুলিশ তখন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন