পঞ্চগড়ে তীব্র শীত, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

  07-12-2019 07:31PM

পিএনএস ডেস্ক : প্রতিদিন হিমালয়ের কোল ঘেঁষা জেলা পঞ্চগড়ের তাপমাত্রা কমছে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীত ও কুয়াশা। শনিবার ৯ ডিগ্রি সেলসিয়াসে এসে ঠেকেছে তাপমাত্রা।

এ বিষয়ে আবহাওয়া অফিস জানায়, গত কয়েক সপ্তাহ ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১৩-১৪ উঠানামা করেছে। তবে গত বৃহস্পতিবার ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সে.।

গণমাধ্যমকে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, শনিবার দেশের মধ্যে আবারও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। একই দিনে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬ দশমিক ৫ ডিগ্রি সে.।

তবে এ তাপমাত্রা ক্রমশ কমতে থাকবে। সঙ্গে বাড়বে ঠাণ্ডার তীব্রতা। কারণ বঙ্গোপসাগর থেকে মৌসুমী বায়ু আসা বন্ধ করেছে বলে জানানএ কর্মকর্তা।

ডিসেম্বরে শেষে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন