কেরানীগঞ্জে যেভাবে আগুনের সূত্রপাত

  12-12-2019 06:08AM

পিএনএস ডেস্ক:গ্যাসের পাইপের লিকেজ থেকে কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় লাগা আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস-৬ এর উপ-পরিচালক নজমুজ্জামান। তিনি জানান, এতে মুহূর্তেই পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। শ্রমিকরা কিছু বুঝে ওঠার আগেই আগুনে দগ্ধ হন। কারখানাটিতে আগুন নেভানোর জন্য নিরাপত্তামূলক কোননো ব্যবস্থাও ছিল না। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে চুনকোটিয়া হিজলতলা এলাকার প্রাইম অনটাইম প্লাস্টিক কারখানায় এই আগুন লাগে। এতে দগ্ধ হয়েছেন অন্তত ৩০ জন। তাদের সবার অবস্থা আশঙ্কাজন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

প্রাইম অনটাইম প্লাস্টিক কারখানার সিকিউরিটি কর্মকর্তা বাহার আলী জানান, আগুনে কারখানার ম্যানেজার নজরুল ইসলামসহ ৩০ জন দগ্ধ হন। কারখানাটিতে ওয়ানটাইম প্লাস্টিকের খাবারের বক্স, থালা, গ্লাসসহ অন্যান্য দ্রব্য সামগ্রী তৈরি হতো। হঠাৎ কারখানাটির বক্স তৈরির ইউনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) রামানন্দ সরকার বলেন, বিষয়টি নাশকতা কিনা, তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন