সারাদেশে কমবে তাপমাত্রা

  13-12-2019 09:47PM

পিএনএস ডেস্ক : আজ (শুক্রবার) সারাদেশের তাপমাত্রা কমে যেতে পারে ২ ডিগ্রি সেলসিয়াস। যার প্রভাব রাজধানী ঢাকাতেও কিছুটা পড়বে। যে কারণে রাত বাড়ার সাথে সাথে বাড়বে শীতের আদ্রতা।

আগামী তিনদিনে রাতের তাপমাত্রা আরো কমতে পারে। গত ২৪ ঘণ্টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। শুক্রবার সকালে আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

তাপমাত্রা কমে যাওয়ার সাথে সাথে শুরু হয়েছে ঠাণ্ডাজনিত নানা রোগব্যাধি। সর্দি-কাশি, জ্বর এবং ডায়রিয়া। শিশু ও বৃদ্ধদের মধ্যে এর প্রকোপটা বেশি। আবার ঠাণ্ডা সহ্য হয় না এমন তরুণ-যুবকদের মধ্যেও ঠাণ্ডাজনিত নানা ধরনের রোগ শুরু হয়ে গেছে।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারী কুয়াশা পড়তে পারে। এছাড়া আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের দু’এক জায়গায় হালকা বা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন