অপরাধের ধরন অনুযায়ী প্রকাশিত রাজাকারদের বিচার: আইনমন্ত্রী

  15-12-2019 06:02PM

পিএনএস ডেস্ক :আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রকাশিত রাজাকারের তালিকা যাচাই বাছাই করে দেখবে, সেখানে অপরাধের ধরন অনুযায়ী রাজাকারদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদীয় বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

রোববার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে আইন বিচার ও সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়ে নিজ দপ্তরে নেপালের আইন বিচার ও সংসদীয় বিষয়ক উপ-প্রধানমন্ত্রী উপেন্দ্র যাদব, যুগ্ম সচিব গৌতম ফনিন্দর সঙ্গে সাক্ষাৎ শেষে আইনমন্ত্রী এ কথা বলেন।

এর আগে রোববার বেলা ১১ টায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে দেশের স্বাধীনতার বিরোধিতাকারী ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

একাত্তরে খুন, ধর্ষণ, নির্যাতন, লুণ্ঠনে যারা পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছিলেন, সেসব রাজাকার-আলবদর ও আল শামসের তালিকার এটি প্রথম পর্ব।

মুক্তিযুদ্ধ মন্ত্রী জানান, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তথ্য থেকে এই তালিকা করা হয়েছে। তিনি বলেন, বিএনপি-জামায়াত সরকারের সময় অনেক রাজাকার-আলবদর-আল শামসকে তালিকা থেকে বাদ দেয়া হয়েছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন