২৭ কোটি ৬০ লাখ টাকা পরিশোধ করলো রবি

  15-01-2020 12:41AM

পিএনএস ডেস্ক: পাওনা ৮৬৭ কোটি ২৩ লাখ টাকার মধ্যে ২৭ কোটি ৬০ লাখ টাকা পরিশোধ করেছে বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসিকে তারা এই টাকা পরিশোধ করেন।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন রাষ্ট্রায়ত্ত সংস্থাটির সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন।

তিনি গণমাধ্যমকে জানান, ‘রবির কাছে পাওনা মোট ৮৬৭ কোটি ২৩ লাখ টাকা। এই টাকা থেকে প্রথমে ১৩৮ কোটি টাকা পাঁচ কিস্তিতে পরিশোধ করার জন্য আদালত নির্দেশ দিয়েছিল। সে অনুযায়ী আজ রবি প্রথম কিস্তিতে ২৭ কোটি ৬০ লাখ টাকা দিয়েছে।’

এদিকে দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন এখনও পাওয়ান টাকার কিছুিই পরিশোধ করেনি। গ্রামীণফোনের কাছে বিটিআরসির পাওনা ১২ হাজার ৫৭৯ কোটি টাকা।

তাদেরকে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে ২০০০ কোটি টাকা জমা দিতে বলেছে আদালত বলেও জানান জাকির হোসেন।

গত ৫ জানুয়ারি বিটিআরসির বকেয়া পাওনা দাবির ৮৬৭ কোটি টাকার মধ্যে ১৩৮ কোটি টাকা পাঁচ মাসের সমান কিস্তিতে পরিশোধ করতে রবি আজিয়াটাকে নির্দেশ দেয় হাইকোর্ট।

৩০ জানুয়ারির মধ্যে রবিকে প্রথম কিস্তির টাকা দিতে বলা হয়। একই সাথে রবির যন্ত্রপাতি আমদানিতে অবিলম্বে অনাপত্তিপত্র দিতে বলা হয়েছে বলে জানান রবির আইনজীবী কাজী এরশাদুল আলম।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন