বসন্তের আগমনী হাওয়ায় দুলছে মেলার বিস্তীর্ণ প্রান্তর

  13-02-2020 02:10PM

পিএনএস, নিজস্ব প্রতিবেদক : আগামীকাল পহেলা ফালগুন তথা ঋতুরাজ বসন্তের প্রথমদিন। দিন যতই যাচ্ছে বসন্তও ততই এগিয়ে আসছে। ইতোমধ্যে প্রকৃতিতে বইতে শুরু করেছে বসন্তের আগমনী হাওয়া। আর সেই হাওয়ার দোলায় দুলছে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের বিস্তীর্ণ প্রান্তর। বসন্ত বাতাসে আর কোকিলের কুহুতানের মুগ্ধ মেলায় আগত বইপ্রেমীরা। আর অব্যাহত রয়েছে পাঠকের উপস্থিতিও। বিকেল গড়িয়ে সন্ধ্যানাগাদ লেখক, প্রকাশক ও পাঠকের আড্ডা আর বিকিকিনি সব মিলিয়ে উৎসবে পরিণত হয়েছিল অমর একুশে গ্রন্থমেলার একাদশতম দিন।

এদিকে অমর একুশে গন্থমেলায় প্রথম ১০দিনে ব্যাপক সাড়া ফেলেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা 'আমার দেখা নয়া চীন'। বাংলা একাডেমি থেকে বের হওয়া বইটি প্রথম সংস্করণের ২০ হাজার কপি শেষ করে এখন দ্বিতীয় সংস্করণে পা দিয়েছে। রেকর্ড সংখ্যক বই বিক্রিতে

খুশি বাংলা একাডেমিও। জানা গেল, দ্বিতীয় সংস্করণেও আনা হয়েছে ২০ হাজার কপি। এ তথ্য জানিয়েছেন অমর একুশে গ্রন্থমেলা উদযাপন কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ।

প্রথমদিকে মেলায় বিক্রি নিয়ে কিছুটা হতাশা ব্যক্ত করলেও এগারোতম দিনে তা কাটিয়ে উঠেছেন। কয়েকজন প্রকাশক জানালেন, ভালো বইয়ের বিক্রিও ভালো। দিনে দিনে পাঠকের উপস্থিতি যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনভাবে বইয়ের বিক্রিও বেড়েছে বেশ ভালো। একুশে বইমেলায় এসেছেন কলকাতার কবি অমিতাভ মিত্র।

জানা গেল, বৃহস্প্রতিবার বিকেল ৪টায় প্রতিভা প্রকাশ স্টলে যৌথকাব্যগ্রন্থ মোড়ক উন্মোচনে তিনি উপস্থিত থাকবেন। সকল জল্পনা-কল্পনার অবসান অবশেষে ঘটিয়ে অবশেষে আজ প্রতিভা প্রকাশের স্টলে আসছে লিওনার্দো গোল্ডবার্গ 'দ্য ডটার অব শার্লক হোমস'।

অবসর প্রকাশনা সংস্থার ব্যবস্থাপক মাসুদ রানা বলেন, দিনে দিনে পাঠকের উপস্থিতি যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনভাবে বইয়ের বিক্রি বেড়েছে। তবে ভিন্ন কথাও শোনালেন বেশ কয়েকজন প্রকাশক। টাঙ্গনের স্বত্বাধিকারী অজয় কুমার রায় বলেন, ভালো মানের বই প্রকাশ হলেও সেসব বই খুব কম বিক্রি হচ্ছে।

পিএনএস-জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন