ঢাকায় মার্কিন দূতাবাস বন্ধ থাকবে ১৬ ফেব্রুয়ারি

  13-02-2020 06:00PM

পিএনএস ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টস ডে উপলক্ষে আগামী ১৬ ফেব্রুয়ারি ঢাকার অবস্থিত মার্কিন দূতাবাস বন্ধ থাকবে। তবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য জরুরি সেবা অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার ঢাকার মার্কিন দূতাবাসের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রেসিডেন্টস ডে উপলক্ষে ১৬ ফেব্রুয়ারি দূতাবাস ছাড়াও কনস্যুলার সেকশন এবং আর্চার কে ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি ও এডুকেশন ইউএসএ স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারসহ আমেরিকান সেন্টার বন্ধ থাকবে। কেননা, এ দিন প্রেসিডেন্টস ডে, আমেরিকার একটি ছুটির দিন।

তবে এদিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের জরুরি সেবা অব্যাহত থাকবে। জরুরি প্রয়োজনে ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে যোগাযোগ করতে বলা হয়েছে।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন