লেবাননে হবিগঞ্জের দুই শ্রমিকের মৃত্যু

  14-02-2020 10:30PM

পিএনএস ডেস্ক : পরিবারে সচ্ছলতা ফেরানোর আশায় লেবাননে গিয়ে রহস্যজনক মৃত্যুর শিকার হয়েছেন হবিগঞ্জের দুই যুবক। এরা হলেন, আব্দুল্লাহ মিয়া (৩২) ও মোজাম্মেল মিয়া (২০)। শুক্রবার ওই দুই শ্রমিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাদের স্বজনরা।

আব্দুল্লাহ মিয়া হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সিদ্দিক আলীর পুত্র ও মোজাম্মেল মিয়া একই গ্রামের ঝাড়ু মিয়ার পুত্র।

আব্দুল্লাহ মিয়ার প্রতিবেশি আফজল মিয়া জানান, প্রায় ৪ বছর আগে লেবাননে পাড়ি জমান আব্দুল্লাহ মিয়া। এরপর তিনি সেখানকার একটি কোম্পানিতে কাজ নেন। ভাল উপার্জন থাকায় স্ত্রী-সন্তানদের নিয়ে সুখেই দিন কাটছিল তার।

এ ছাড়া প্রায় ৩ বছর আগে ওই কোম্পানিতেই কাজ নিয়ে লেবানন যান মোজাম্মেল হোসেন। আব্দুল্লাহ মিয়া ও মোজাম্মেল মিয়া সম্পর্কে চাচা-ভাতিজা হওয়ায় সেখানে একই কক্ষে থাকতেন।

গত মঙ্গলবার রাতের খাবার শেষে রুমে ঘুমিয়ে পড়েন তারা। পরদিন বুধবার সকালে তাদের রুমের দরজা বন্ধ পেয়ে পার্শ্ববর্তী বাসিন্দারা পুলিশে খবর দেন। পরে পুলিশ দরজা ভেঙ্গে রুম তাদের মৃতদেহ উদ্ধার করে।

আফজল মিয়া আরও জানান, পরে ঘটনাটি সহকর্মীরা তাদের মোবাইল ফোনে জানিয়েছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। আইনী প্রক্রিয়া সম্পন্নের পর দূতাবাসের মাধ্যমে তাদের লাশ দেশে ফিরিয়ে আনা হবে।

তেঘরিয়া ইউপি চেয়ারম্যান আনু মিয়া জানান, লেবাননের ছুর নামক একটি জায়গায় থাকত তারা। তাদের মৃত্যুর খবর পরিবারের মাধ্যমে শুনতে পেরেছি। তবে তারা কিভাবে মৃত্যুবরণ করেছে এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে প্রাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে অলাপ হয়েছে। যাতে করে তাদের মৃতদেহ দেশে ফিরিয়ে আনা যায়।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) মো. মাসুক আলী বলেন, বিষয়টি শুনেছি। এ বিষয়ে পুলিশ খোঁজখবর নিচ্ছে।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন