পদক পেলেন কোস্ট গার্ডের যে ৪০ সদস্য

  15-02-2020 01:06PM

পিএনএস ডেস্ক:পদক পেয়েছেন ৪০ কোস্ট গার্ড কর্মকর্তা ও সদস্য। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পদক তুলে দেন।

বাংলাদেশ কোস্ট গার্ড পদক, প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক, বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক ও প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) নামে ৪ ক্যাটাগরিতে এই পদক দেওয়া হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড পদক পেয়েছেন ক্যাপ্টেন মোহাম্মদ রকিব উদ্দিন ভূইয়া, ক্যাপ্টেন মোহাম্মদ ওয়াসিম মকসুদ, ক্যাপ্টেন এম মিনারুল হক, ক্যাপ্টেন এম নাজমুল হাসান, লে. কমান্ডার এম সাইফুল ইসলাম, লে. কামান্ডার শুভাশীষ দাস, লে. আব্দুল্লাহ আল মাহমুদ, মো. সোহেল রানা, মো. মাহবুব হাসান, নাসিম শেখ।

প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক পেয়েছেন কমান্ডার এম মাহবুবুর রহমান, লেফটেন্যান্ট কমান্ডার এম হামিদুল ইসলাম, লেফটেন্যান্ট কমান্ডার এম সোহেল রানা, লেফটেন্যান্ট এম হায়াত ইবনে সিদ্দিক, এস এম ফারুকুজ্জামান, মো. আবুল মোমিন, মো. শহিদুল ইসলাম, সাদেকুর রহমান মো. সালমান পারভেজ ও এম আব্দুল কাদের।

বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক পেয়েছেন সার্জন কমান্ডার এম নূর নবী,‌ কমান্ডার এম হারুন-অর-রশীদ, লে. কমান্ডার এম এস এইচ চৌধুরী, লে. কমান্ডার এম বারিউল করিম, লে. কমান্ডার এম মাহামুদুল হাসান, এম এ কুদুস, এম রফিকুল ইসলাম, সাগর সরকার, এম হাসান আলী, ইয়াছিন আরাফাত।

প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক পেয়েছেন কমান্ডার এম আনিসুর রহমান, লে. এম মমতাজুল আসিফ, এম আনোয়ারুল ইসলাম, এম ওমর ফারুক, সৈয়দ সাইফুল হাসেন, এম শামসুর রহমান, এম সাজিদুল ইসলাম, এম শাহ আলম,‌‌ মো. বদরুদ্দোজা, মো. মঞ্জুরুল ইসলাম শিকদার।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন