অবশেষে পরিবারের কাছে ফিরলেন কোয়ারেন্টাইনে থাকা চীন ফেরত বাংলাদেশিরা

  16-02-2020 11:57AM


পিএনএস ডেস্ক: অবশেষে পরিবারের কাছে ফিরলেন রাজধানীর ঢাকার আশকোনা হজ ক্যাম্পে থাকা চীনফেরত ২১২ জন। ক্যাম্পে থাকা আরও ১০০ জন ফিরবেন আজ রবিবার।

শনিবার রাতে তাদের ফাইনাল মেডিকেল চেকআপ শেষে পরিবারের কাছে যাবার অনুমতি দেওয়া হয়। এরআগে, বিকেল ৫টায় তাদের কোয়ারেন্টাইন শেষ হয়।

এসময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, চীনফেরত ৩১২ জনকে সুস্থভাবে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারা স্বস্তির বিষয়। এছাড়া উহানে অবস্থানকারী বাংলাদেশিরা নিরাপদেই আছেন বলেও জানান তিনি।

পরিবারের কাছে ফেরার সময় কোয়ারেন্টানে থাকা ব্যক্তিরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সেইসাথে উহানে থাকা বাকি প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে আনতে আবেদন জানান।

অন্যদিকে, কোয়ারেন্টাইনে থাকা ৩১২ জন নিজ নিজ বাড়িতে ফিরে যাবার পরও তাদের সাথে যোগাযোগ রাখবে বলে জানায় আইইডিসিআর।

এরআগে, সকালে ব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, এখন পর্যন্ত ৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে, কারো দেহেই করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন