সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করতে চায় নেপাল

  18-02-2020 02:52PM


পিএনএস ডেস্ক: সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করার বিষয়ে অনুমতি চেয়েছে নেপাল। আর বাংলাদেশ বিষয়টিকে বিবেচনায় নিয়েছে।

মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথিভবন মেঘনায় দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ ব্রিফিং এ একথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গৈয়ালি।

এছাড়াও দুই দেশই শুল্ক কমিয়ে বাণিজ্য বাড়ানোর চিন্তাভাবনা করছে। নেপালের পররাষ্ট্রমন্ত্রী জানান, নেপাল থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ও আমদানি করতে ৫-৬ বছর লাগবে।

দুই পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, কানেকটিভিটি এবং বর্ডারের প্রতিবন্ধকতা সরানোর বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে দুই দেশের।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন