সরকারের কঠোর নজরদারিতে করোনা: স্বরাষ্ট্রমন্ত্রী

  27-02-2020 01:19AM

পিএনএস ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, করোনাভাইরাস চীনে মহামারি আকারে ধারণ করায় বাংলাদেশের সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সরকারের কঠোর নজরদারিতে আছে বিষয়টি। ফলে করোনাভাইরাস যেন বাংলাদেশে ছড়িয়ে না পড়তে পারে, সেজন্য কঠোর নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা ভাইরাস ডিটেক্ট মেশিন রিসিভ ও ল্যাব উদ্বোধন শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, মাত্র এক ঘণ্টার মধ্যে করোনাভাইরাস, ডিএনএ, আরএনএসহ যেকোনও ভাইরাস শনাক্তকরণে মিকোবায়োমেডের মেশিনটি কাজ করবে। যন্ত্রটি বাংলাদেশকে স্যাম্পল হিসেবে দক্ষিণ কোরিয়ার কোম্পানি দিয়েছে। মেশিনটির কার্যকারিতা দেখে, ভালো মনে হলে বেশি পরিমাণে আমদানি করার চিন্তা-ভাবনা করবে সরকার।

এর আগে দক্ষিণ কোরিয়ার মিকোবায়োমেড কোম্পানি ১০০ কিটসহ মেশিনটি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করে। তখন উপস্থিত ছিলেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীসহ অন্যান্যরা।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন