সন্তানের হাতে ফোন নয়, বই দিন: তথ্যমন্ত্রী

  27-02-2020 08:44PM

পিএনএস ডেস্ক : সন্তানের হাতে স্মার্টফোন নয়, বই তুলে দেয়ার আহবান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে গ্রন্থমেলায় নতুন তিনটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান তিনি।

এসময় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, জীবন গড়তে ও জীবন সংগ্রামে জয়ী হতে বই হচ্ছে শ্রেষ্ঠ বাহন। বই মানুষকে প্রজ্ঞার আলোয় আলোকিত করে, শ্রেষ্ঠ বন্ধুর মতো সঠিক পথের সন্ধান দেয়।'

শিবু কান্তি দাশের 'আমার বঙ্গবন্ধু, আমার স্বাধীনতা', কবি মোহাম্মদ হোসেনের 'মৃত্তিকা থেকে আকাশ ছুঁয়েছে যে প্রাণ-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান' ও ইমরান আকন্দের 'বিপ্লবী নূর হোসেন' গ্রন্থের মোড়ক উন্মোচনকালে তথ্যমন্ত্রীর সঙ্গে যোগ দেন সাবেক সাংসদ ও কবি কাজী রোজী, গণসংগীত শিল্পী ফকির আলমগীর, কবি আসলাম সানী, ড. শাহাদাৎ হোসেন নিপু প্রমুখ।

একুশে গ্রন্থমেলায় ব্যাপক প্রাণসঞ্চার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, বইমেলা ক্রমশ বর্ণিল ও প্রাণবন্ত হয়ে উঠেছে যা আমাদের মানুষের গ্রন্থপ্রীতিরই পরিচয় বহন করে।'

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন