সিসিসি নির্বাচনে সেনা মোতায়েন হবে না : ইসি

  28-02-2020 07:07PM

পিএনএস ডেস্ক : স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েন হয়নি। আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনেও সেনা মোতায়েন হবে না। তবে সেনাবাহিনীর উপস্থিতি থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. রফিকুল ইসলাম।

আজ শুক্রবার দুপুরে চট্টগ্রামে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে আমরা সেনা মোতায়েন করিনি। এবারও করব না। তবে সেনাবাহিনীর উপস্থিতি থাকবে। পোশাকেই থাকবে তবে অস্ত্র থাকবে না। টেকনিকেল সাপোর্ট দেবে তারা।’

গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেন বিএনপি প্রার্থী শাহাদাত হোসেন। এ সময় নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানান তিনি। পাশাপাশি নির্বাচন দুই দিন পেছানোর দাবিও করেন। এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে রফিকুল ইসলাম বলেন, ‘পরীক্ষাসহ নানা কারণে নির্বাচন পেছানো সম্ভব নয়।’

অন্যান্য দেশের মতো সরকারি ছুটি ঘোষণা না করে নির্বাচন করা যায় কি না কমিশন তা ভেবে দেখছে বলেও জানান এ নির্বাচন কমিশনার।

নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম আরও বলেন, ‘আমাদের কাছে অপশন যেটা ছিল, সেটা হলো পুরো বর্ষার মধ্যে নির্বাচন করার। আমরা কিন্তু কল্পনাও করতে পারি না চট্টগ্রাম শহরে বর্ষার সময় নির্বাচন করার কথা। কারণ, আমাদের অভিজ্ঞতা হলো বর্ষায় জলাবদ্ধতায় ডুবে থাকে অনেক রাস্তাঘাট। সে জন্য এ সময় নির্বাচনের কথা আমরা চিন্তাও করতে পারি না।’

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন